সময় এলো প্রতিরোধের
শত শিশু লাশ হয়েছে
তালেবানের গুলিতে
ওরা আমায় ভুলাতে চায়
ধর্ম মিশেল বুলিতে!
ধর্ম বলে খুনের কথা
ধর্ম মাগে রক্ত?
কতজন তো বন্ধু ওদের
কারণ বলা শক্ত।
সময় এলো প্রতিরোধের
আর বসে নয় ঘরে
চুপ থাকলে ঐ তালেবান
তোমার কাঁধেই চড়ে!
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
শিল্প-সাহিত্য
সময় এলো প্রতিরোধের | আলেক্স আলীম
ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।