ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মুন্সীগঞ্জে ১৮ চিত্রশিল্পী পুরষ্কৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
মুন্সীগঞ্জে ১৮ চিত্রশিল্পী পুরষ্কৃত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: ইতালিতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ এর আয়োজনে অনুষ্ঠিত ‘বোলজানো ছবি প্রর্দশনী’তে অংশ নেওয়া ১৮ বাংলাদেশি চিত্রশিল্পীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পালবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।



অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ৭ জন পান গ্র্যান্ড অ্যাওয়ার্ড। তারা হলেন, চিত্রশিল্পী আবুল খায়ের, মো. ফজলুর রহমান ভূটান, পলাশ সরকার, লিটন সরকার, মোফাজ্জল হোসেন, মো. সোলায়মান হোসেন ও সজল সূত্রধর।

মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের চারুকলা ইনিস্টটিউটের অধ্যক্ষ চিত্রশিল্পী শামসুল আলম আজাদ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন গ্রোরিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. তারেক এবং জাপানের অতিথি মাসাও সেকিয়া।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।