ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নড়াইলে সুলতান মেলা সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
নড়াইলে সুলতান মেলা সমাপ্ত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: ‘সুলতান পদক-২০১৫’ প্রদানের মধ্য দিয়ে নড়াইলে শেষ হলো সপ্তাহব্যাপী সুলতান মেলা। এবারের সুলতান পদক লাভ করেছেন আধুনিক চিত্রকলার শিল্পী কালিদাস কর্মকার।



বুধবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।

নড়াইলের জেলা প্রশাসক আ. গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সুশানত্ম কুমার অধিকারী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, শিল্পী বিমানেষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের  আয়োজনে গত ২২ জানুয়ারি থেকে নড়াইলের সুলতান মঞ্চে শুরু হয় সপ্তাহব্যাপী এসএম সুলতান মেলা।

মেলায় শতাধিক স্টলে কেনা-বেচা ছাড়াও লাঠিখেলা, ষাঁড়ের লড়াই, ঘোড়া গাড়ির দৌড়সহ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।