ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মুহাম্মদ সামাদ কবিতা পরিষদের সভাপতি নির্বাচিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
মুহাম্মদ সামাদ কবিতা পরিষদের সভাপতি নির্বাচিত

ঢাকা: জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির (২০১৫-২০১৭) সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মুহাম্মদ সামাদ এবং সাধারণ সম্পাদক কবি তারেক সুজাত।

একই সাথে জাতীয় কবিতা পরিষদের নতুন উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

যার প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন কবি সৈয়দ শামসুল হক।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২৯তম কবিতা উৎসবের মঞ্চ থেকে এ নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।  

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) নতুন কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুল্লাহ সিরাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আসাদ চৌধুরী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, মুহাম্মদ নুরুল হুদা, কাজী রোজী, শিহাব সরকার ও আসলাম সানী।

উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- বেলাল চৌধুরী, রফিক আজাদ, রবিউল হুসাইন, রুবি রহমান, হাবীবুল্লাহ সিরাজী, ও নূহ-উল-আলম-লেলিন।

নতুন কমিটির সম্পাদনামণ্ডলীতে রয়েছেন যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান সুলতান, সাংগঠনিক সম্পাদক কাজল বন্দোপাধ্যায়, অর্থ সম্পাদক বুলবুল মহলানবীশ, প্রকাশনা সম্পাদক হানিফ খান, প্রচার সম্পাদক হালিম আজাদ, দফতর সম্পাদক আয়াত আলী পাটওয়ারী, তথ্য ও গবেষণা সম্পাদক নাহার ফরিদ খান, সাংস্কৃতিক সম্পাদক নিপু শাহাদাত, সেমিনার সম্পাদক ফয়জুল আলম পাপ্পু, আন্তর্জাতিক সম্পাদক হারিসুল হক।

কমিটিতে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- সাযযাদ কাদির, আনোয়ারা সৈয়দ হক, নাসির আহমেদ, মুনীর সিরাজ, দিলারা হাফিজ, রবীন্দ্র গোপ, মুস্তফা মজিদ, আমীরুল ইসলাম, সৈয়দ আহমেদ আলী আজিজ, আলম তালুকদার, মৃত্তিকা চাকমা, ফরিদ আহমেদ দুলাল, ফনীন্দ্রনাথ রায়, আনজীর লিটন, এম আর মঞ্জু, সাদিয়া স্বাতী ও মৃত্তিকা গুণ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।