ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বরিশালে জীবনানন্দ উৎসবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বরিশালে জীবনানন্দ উৎসবের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত ‘জীবনানন্দ উৎসব ২০১৫’ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে এ উৎসবের উদ্বোধন করা হয়।



বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক।

কবির জন্মবার্ষিকী উদযাপনে অশ্বিনী কুমার হল ও সর্বানন্দ ভবনে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসব চলবে।

উৎসবে অশ্বিনী কুমার হলে ১০ স্টলে জীবনানন্দ দাশের লেখা বই, তাকে নিয়ে লেখা বই ও দেশীয় পোশাকের সম্ভার রয়েছে।

এরআগে  সকাল সাড়ে ৮টায় নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কে (বগুড়া রোড) অবস্থিত কবি জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগারে রক্ষিত কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এবারের জীবনানন্দ উৎসবে আলোচনা সভা, সমাবশে, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, বিতর্ক, আবৃত্তি ও সম্মাননা প্রদানের কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।