ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ভাষা শহীদ সালামের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ভাষা শহীদ সালামের জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ভাষা শহীদ আবদুস সালামের জীবন নিয়ে লেখা ফখরুল ইসলামের ‘ভাষা শহীদ আবদুস সালাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভূঞার সালাম নগরে সালাম যাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।


 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন- ভাষা শহীদ সালামের ছোট ভাই আব্দুল করিম।  
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- গ্রন্থটির লেখক ফখরুল ইসলাম, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, সাংবাদিক এম এম রহমান সোহেল, ভাষা শহীদ সালামের ভাতিজি খাদিজা বেগম মেহেদী প্রমুখ।
 
লেখক ফখরুল ইসলাম বলেন, ৬৩ বছর পরে হলেও এ মহান ভাষা শহীদের জীবনী লিখে বর্তমান ও আগামী প্রজন্মকে অনেক অজানা দুর্লভ তথ্য জানানোর চেষ্টা করেছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫     



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।