ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জানতে ইচ্ছে করে | অমিয় দত্ত ভৌমিক

শিল্প-সাহিত্য/ছড়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
জানতে ইচ্ছে করে | অমিয় দত্ত ভৌমিক

একুশ মানে মুখে মুখে আমার ভাইয়ের গাওয়া?
একুশ মানে সদলবলে প্রভাতফেরি যাওয়া?

একুশ মানে শহীদ মিনারে ফুলের পরে ফুল?
একুশ মানে ভাষা চর্চায় ভুলের পরে ভুল?

একুশ মানে বইমেলা, বই কিনতে যাওয়া?
একুশ মানে লেখক মেলা, নতুন বই পাওয়া?

একুশ মানে বাংলার সাথে হিন্দি-ইংরেজি?
একুশ মানে শুদ্ধ চর্চায় অশুদ্ধ কারসাজি?

একুশ মানে মাইক বাজিয়ে একুশের গান?
একুশ মানে ঝরছে ঝরুক নিষ্পাপ প্রাণ?

নত মাথা নয়, তবুও হয়ে যায়
রুধিব কেমন করে?

জান যদি বল একুশের মানে!
জানতে ইচ্ছে করে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।