ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফরিদ কবিরের একক কবিতা পাঠ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
ফরিদ কবিরের একক কবিতা পাঠ

গালুমগিরি সংঘের নিয়মিত আয়োজন কবির কবিতা পাঠ- এ শনিবার একক কবিতা পড়বেন কবি ফরিদ কবির। তাঁর কবিতা নিয়ে আলোচনা করবেন খালেদ হামিদী, নওশাদ জামিল ও খান রুহুল রুবেল।



বেগম সুফিয়া কামাল গণগ্রন্থাগার মিলনায়তনের সেমিনার কক্ষ ১-এ  ২৮ ফেব্রুয়ারি, বিকেল পাঁচটায় শুরু হবে এ আয়োজন।

গালুমগিরি সংঘের এ আয়োজন শুরু হয় ২০১৪ সালের জুন মাসে। প্রথম আয়োজনের কবি ছিলেন মাসুদ খান। তাঁর কবিতা নিয়ে আলোচনা করেন কবি শোয়াইব জিবরান। দ্বিতীয় অনুষ্ঠানের কবি ছিলেন জুয়েল মাজহার। তাঁর কাব্যকীর্তি নিয়ে আলোচনা করেন কবি হিজল জোবায়ের।

তৃতীয় অনুষ্ঠানের কবি ছিলেন কবি চঞ্চল আশরাফ। তাঁর কবিতা নিয়ে আলোচনা করেন কবি সাখাওয়াত টিপু ও সোহেল হাসান গালিব। চতুর্থ অনুষ্ঠানের কবি ছিলেন  আলফ্রেড খোকন। তাঁর কবিতা নিয়ে আলোচনা করেন কবি জুয়েল মোস্তাফিজ ও শিল্প-সমালোচক, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।

পঞ্চম অনুষ্ঠানের কবি ছিলেন কবি কাজল শাহনেওয়াজ। তাঁর কবিতা নিয়ে আলোচনা করেন কবি সুমন রহমান ও ইমরুল হাসান। ষষ্ঠ অনুষ্ঠানের কবি ছিলেন কবি শামীম আজাদ। তাঁর কবিতা নিয়ে আলোচনা করেন কবি মুহম্মদ নূরুল হুদা, আফরোজা সোমা ও আবদুন নূর তুষার।

কবির কবিতা পাঠ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের সপ্তম অনুষ্ঠানের কবি ছিলেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তাঁর কবিতা নিয়ে আলোচনা করেন কবি আসাদ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান। অষ্টম অনুষ্ঠানের কবি শামসেত তাবরেজী। তাঁর কবিতা নিয়ে আলোচনা করেন বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান ও কবি সরোজ মোস্তফা।

সবগুলো অনুষ্ঠানের শেষেই ছিল কবি ও কবিতা কেন্দ্র করে মুক্ত আলোচনা। যাতে আরও অনেকেই অংশ নেন।


বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।