ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দশদিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
দশদিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল

আগামী ১২ থেকে ২১ মার্চ পর্যন্ত ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট-বাংলাদেশ কেন্দ্র এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে দশদিনব্যাপী দ্বিতীয় ‘ঢাকা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’।

চারটি বিদেশি দলসহ স্থানীয় প্রায় ২৩টি দল অংশ নেবে এ ফেস্টিভ্যালে।

জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল হল এবং স্টুডিও থিয়েটার হলে ফেস্টিভ্যালের নাটকসমূহ প্রদর্শিত হবে।

নাটক ছাড়াও ফেস্টিভ্যালে ‘সহিংসার বিরুদ্ধে নাটক’ এবং ‘নাটক: শিল্পের প্রত্যুত্থান’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।



বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।