ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘বহমান জীবন তরী’ বইয়ের মোড়ক উন্মোচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
‘বহমান জীবন তরী’ বইয়ের মোড়ক উন্মোচন ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অভিজ্ঞতা আর জীবনের ব্যতিক্রমী সব ঘটনা, স্মৃতি নিয়ে লেখা  সাওদা চৌধুরীর ‘বহমান জীবন তরী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন করেন সাবেক অর্থমন্ত্রী করেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন এবং এম সাইদুজ্জমান।



ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান, সাবেক রাষ্ট্রদূত জিয়াউস সামস চৌধুরী।

 বইটি প্রকাশ করেছে পালক পাবলিশার্স। লেখক বই বিক্রির অর্থ মাহমুদা অ্যান্ড সাত্তার ট্রাস্ট্রে দান করবেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।