ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নিউইয়র্কে অনুষ্ঠেয় বইমেলার ব্যাপারে এবার পুস্তক প্রকাশক সমিতির অনাস্থা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
নিউইয়র্কে অনুষ্ঠেয় বইমেলার ব্যাপারে এবার পুস্তক প্রকাশক সমিতির অনাস্থা

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠেয় ‘বাংলা উৎসব ও বইমেলা’ নিয়ে এবার অনাস্থা প্রকাশ করল বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এর আগে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি উক্ত বইমেলা নিয়ে অনাস্থা প্রকাশ করে এবং ওই আয়োজনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।



বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুক্তধারা ফাউন্ডেশনকে ‘জনৈক বিশ্বজিত সাহার কথিত পকেট সংগঠন’ বলে উল্লেখ করা হয়। জানানো হয়, কার্যনির্বাহী কমিটির একটি সভায় উক্ত আয়োজনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নেয় সমিতি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মুক্তধারা ফাউন্ডেশন কর্তৃক অনুষ্ঠিতব্য আয়োজনটির সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরোর সম্পৃক্ত হওয়া এবং এই আয়োজন বাবদ রাষ্ট্রীয় প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার বরাদ্দের কথা জানতে পেরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি গভীরভাবে উদ্বিগ্ন। সমিতি মনে করে কারও ব্যক্তিগত অভিলাষ পূরণে ও তার ব্যবসায়ীক স্বার্থ হাসিলে সরকার অর্থ সহযোগিতা করতে পারে না। ’

সমিতির অভিযোগ, ‘বিগত বছরগুলোতে কথিত এই বইমেলা যেভাবে আয়োজিত হয়েছে তাতে দেখা গেছে এটি বারোয়ারি মেলায় পরিণত হয়েছে। সেখানে বইয়ের স্থান খুবই সীমিত। ভারতীয় বইয়ের প্রদর্শনী ও বিক্রি প্রাধান্য পেলেও বাংলাদেশের বই অবহেলিত ও উপেক্ষিত। ’

সংবাদ বিজ্ঞপ্তিতে, ব্যক্তি উদ্যোগ-ব্যক্তিগত স্বার্থে নেতিবাচকভাবে ব্যবহৃত না হয়ে—দেশ ও সমষ্টির স্বার্থ বহন করে এমন বইমেলা বা উদ্যোগের সঙ্গেই রপ্তানী উন্নয়ন ব্যুরোর সম্পৃক্ততা প্রত্যাশা করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

** নিউইয়র্কের একটি বইমেলা নিয়ে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির অনাস্থা



বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।