ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলাদেশের নাম | অমিতাভ পাল

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
বাংলাদেশের নাম | অমিতাভ পাল

ঈশ্বরের ঝুড়ি থেকে পৃথিবীর বিভিন্ন দিকে পাঠানো হয়েছিল আমাদের
কারও যেতে হয়েছিল শক্ত পাথরের দেশে
কেউ বেছে নিয়েছিল মরুভূমি
কেউ আবার পেয়েছিল নরম কাদামাটির ঠিকানা
আর কারও মাথার উপরে নীলাকাশের বদলে ছিল
দম বন্ধকরা নোনা জলের ঢেউ
আমাদের ছিল এই গ্রহে নিজেদের টিকিয়ে রাখার কাজ

তারপর একদিন এক আশ্চর্য প্রভাতে
ভারত মহাসাগরের মহা মহা পৌরাণিক ঢেউগুলির মাথায় চড়ে
আমাদের একটা দল পৌঁছে গিয়েছিল
বঙ্গোপসাগরের খাঁড়ির ভিতরের একটা ছোট্ট ডাঙ্গায়
আর তার সবুজ সতেজতায় মুগ্ধ হয়ে
সেই যে সেখানে দলটা রয়ে গেল
হাজার স্বর্গও তাকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারেনি

পরে আমরা ওই ছোট্ট ডাঙ্গাটার নাম রেখেছি বাংলাদেশ



বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।