ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

আত্মপ্রতিকৃতি | মিছিল খন্দকার

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
আত্মপ্রতিকৃতি | মিছিল খন্দকার

আমি ছিলাম—
বিগত বনের শীতে,
যে কোনও বাদাম গাছের
ঝরে পড়া দৈব একটা পাতার আভাস!
না পাওয়াই পেতে পেতে দেখেছি
স্থির ছায়া—কায়া থরথর,
স্রোতের শানানো ধ্যান,
রাতের উরুর তিলে
উদিতে অস্তমান কত উজ্জ্বল গুপ্তচর।
শুনেছি, দূরাগত দূরে নৈঃশব্দ্যের
না শোনা চ্যাঁচানো স্বর।


না থাকা আমার ছদ্মনামে বৃথা ভর করা
আমি যে কে—জানা হয় নায়!



বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।