ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুই বাংলার কবি-সাংবাদিকদের সাহিত্যসভা ও চা চক্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
দুই বাংলার কবি-সাংবাদিকদের সাহিত্যসভা ও চা চক্র বাম থেকে বরুণ চক্রবর্তী, কমল ভট্টাচার্য, কাজী রওনক হোসেন, মাহমুদ হাফিজ

ঢাকা: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবি-সাংবাদিকদের এক চা চক্র, মতবিনিময় ও সাহিত্যসভা রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সরগাম সম্পাদক কাজী রওনক হোসেন।

সভা পরিচালনা করেন লেখক-সাংবাদিক মাহমুদ হাফিজ।

আলোচনা, কবিতাপাঠ ও সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ থেকে আসা প্রবীণ সাংবাদিক-কলকাতা প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল ভট্টাচার্য, কবি সাংবাদিক বরুণ চক্রবর্তী, সাহিত্যিক রূপকুমার পাল, শিল্পী ঝিমলি চক্রবর্তী, নজরুল প্রপৌত্র সুবর্ণ কাজী, শিল্পী সৈয়দ লুৎফুল হক, ছড়াকার আবু সালেহ, কবি ও প্রাবন্ধিক বিলু কবির, কবি-সাংবাদিক মাইনউদ্দিন আহমেদ, কবি-সাংবাদিক শাহীন চৌধুরী, লেখক-সাংবাদিক শাহাদাত হোসেন খান, কবি-সাংবাদিক আবদুল মান্নান, কবি-সাংবাদিক তারিফ রহমান, কবি ইসমত শিল্পী-সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

ভারতীয় কবি সাহিত্যিকদের আসার খবর পেয়ে প্রেসক্লাবে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং ভারতীয় সাংস্কৃতিক দলসহ  সবাইকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।