ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শেলী নাজের জোড়া কবিতা

বৈশাখের আয়োজন / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
শেলী নাজের জোড়া কবিতা

কানাই
___________________________________

      প্রস্তর বাড়ছে বুকে, রাজস্থানী ময়ূরীর পিপাসাপ্রণালী
      ভরে যাচ্ছে রাশি রাশি বালুঢিঁবিতে, ধারণহীণ তৃষ্ণায় ও শোকে
      না শোকও নয়, বিষ লেগে তেতো যে প্রণয়
      তার বিড়ম্বনা, ছল আর চাতুরির নুড়িগুলো
      লাস্যের স্রোতের নিচে জমে জমে বানালো পাহাড়

      সেই স্তব্ধ পাহাড়কে সঙ্গে নিয়ে বিছানায় যাই
      আমারে দু’দণ্ড অশান্তি দিতেই বুঝি
      এসেছিল সে কানাই!


ছোট্ট ঝড়
___________________________________

      শান্তিদায়ী নদ, রক্ত আর হাড় ছুঁয়ে প্রাণরেণু দাও
      আমার অঙ্গারে, সায়াহ্ণের তীব্র বিষে
      দেখ, ছাই হচ্ছে অস্তবিধূর দিনের হৃৎপিণ্ড
      রিপুকর্ম শিখি নাই, টুটে যাচ্ছে ষড়রিপুর উল্লাসে
      লজ্জাবর্ণ গমক্ষেত, আহ! অশান্তি কী প্রকাণ্ড
      আগুন ঘষছে নতমুখ আপেল বাগানে, মৃদুঘাসে

      মাইন পেতেই রেখেছিল সে রাখাল
      ব্রজগোপিনীর মাংসের ভেতর, তুমি জানো
      বেদনাবিস্ফারে উড়ে গেছে ছিন্ন স্তন, তাতে উল্কি আঁকা লাল
      একটা অদ্ভুত বাইসন, তার শিং উদগ্রভাবে বাঁকানো
      কঙ্কাল গুঁড়িয়ে চলে গেছে, ঘৃণালিপি লিখে রেখে মনে
      আমি ফের বাগানী হয়েছি, লোহা ও ইস্পাতবনে

      ও আমার ছোট্ট ঝড়, যদি উড়িয়ে নিয়েছো রক্তাভ কামিজ
      তবে আজ পুঁতে দাও পরিখার কিনারে কিনারে শান্তিবীজ!



বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।