ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দুটি কবিতা | রাত উল আহমেদ

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
দুটি কবিতা | রাত উল আহমেদ

ঘাম উৎপাদনের প্রক্রিয়া
___________________________________

      সূতিকাগারে নাচো প্রশাখা
      দ্যাখো মূলোৎপাটনের ধারণা
      ঘাম উৎপাদনের প্রক্রিয়া
      পরাজন্ম, অনাবৃষ্টি মাত্রই খরা?

                 গাছে গাছে নকল পাতা
      বনচেরা নদীতে জলোয়া মরীচিকা
      কাগজি নৌকায় ভাসমান পুতুলের মেয়ে।
      হতে পারে? পুতুল মাত্রই কন্যা!
 
             শক্ত হাওয়ার কাল
      নাম নিয়ে শত ছলাকলা
      হারিকেন না ক্যাটরিনা
      ঝড় আনবেই সাইক্লোনের ডানা!


অ-দার্শনিক -৩
___________________________________

গণনাযন্ত্র যে রাশিভাগ দিচ্ছিল, তুমি সে প্রস্তাবিত বয়সের দুল।

দোলে। অকাতরে হলুদ হতে থাকা বেনারশি দ্রবণ। মন কি তখনি বাউল—যখন একতারা হাতে থাকে? বংশী-শিক্ষণের তাপস্যে বরফসম জলে দু-চার ঘণ্টা বুক ভেজানো হলে? এসব প্রবোধ মনে হতে পারে মনকে দূরে রেখে করা তিন আঙুলের দু চিমটি ভাবনাগুচ্ছ, এক কামড় কণ্ঠস্বর—তিন ফালি দিবসের বিরুদ্ধ ড্যাগার। মনে হতে পারে আর করে যেতে পারো ভুল বিশ্লেষণে রাখা জানালার অবস্থান। সারাদিন বালিশের জামা ও বিছানার চাদরের রঙ-সমন্বয়। অথচ রাশিফল যে জীবন দিচ্ছিল,  তুমি সেই মুকুরিত বয়সের ভুল।
 
দূর থেকে বুঁদ হয়ে থাকো সাম্প্রতিকতার টোনে, তবু-যে মানুষের টেলিফোনে জানানো হলো, আত্না-অবিকল-প্রেতাত্না কিংবা প্রেতাত্না-অবিকল-আত্নায় জং পড়ে, চিরঝলমলে ড্যাগার থেকে যায় অক্ষত; যা শুধু সরীসৃপ সৃষ্ট!



বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।