ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

লিলি হক এর জন্মদিন সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
লিলি হক এর জন্মদিন সোমবার লিলি হক

ঢাকা: কবি লিলি হক এর জন্মদিন ২০ এপ্রিল সোমবার। দিবসটি উপলক্ষে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।



অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক গুণীজনদের ‘চয়ন সাহিত্য ক্লাব স্বর্ণপদক দেবেন। ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান পান্না কায়সারও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

সমাজসেবায় নিবেদিতপ্রাণ কবি লিলি হক নিজ উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষালয় ও নারীদের স্বনির্ভর করার লক্ষে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন।

তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- অরণ্য আমার অরণ্য, মধ্যরাতের খোলাচিঠি, আকাশ আমি ভালো নেই, তোমরা সবাই কেমন আছো, আধো ফোটা গোলাপ আমার, সিলেকটেড পয়েমস বাই লিলি হক ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।