ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সৈয়দ মুজতবা আলীর দেশে-বিদেশের অনুবাদ

‘ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম’র মোড়ক উন্মোচন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, মে ৪, ২০১৫
‘ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম’র মোড়ক উন্মোচন

ঢাকা: ‘বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক সৈয়দ মুজতব‍া আলী খুব কাছ থেকে আফগানিস্তানকে দেখেছিলেন ও মানুষদের বুঝেছিলেন। সেখানকার মানুষ যে খুবই সাধারণভাবে বেড়ে ওঠেন বা জীবনধারণ করেন তা লেখক মুজতব‍া আলীর এ ভ্রমণ কাহিনীতে উঠে এসেছে’।



সোমবার (০৪ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ২৪নং রোডে ৩৫নং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সৈয়দ মুজতব‍া আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী ‘দেশে-বিদেশে’র ইংরেজি সংস্করণ ‘ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

বইটির ইংরেজি অনুবাদ করেছেন বিবিসির সাবেক দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার নির্বাহী সম্পাদক নাজেস আফরোজ। কাজের সুবাদে আফগানিস্তানে তিনি দীর্ঘদিন অবস্থান করেছেন বলে আলোচনায় জানান।

‘ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম’ ইংরেজি সংস্করণ বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (তথ্য) সিদ্ধার্থ চট্টোপাধ্যায়।

‘দেশে-বিদেশে’ বইটি নিয়ে বিভিন্ন প্রসঙ্গ টেনে এর ইংরেজি ‍অনুবাদের প্রেক্ষাপট আলোচনা করেন নাজেস আফরোজ। এছাড়াও অলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক-লেখক-গবেষক আফসান চৌধুরী। তাদের দেড় ঘণ্টাব্যাপী আলোচনা উপভোগ করেন আগত দর্শকরা।

আলোচনায় উঠে আসে মুজতব‍া আলীর ১৯২০ সাল থেকে লেখা আফগানিস্তানের অর্থনেতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট। আলোচনায় বাদ যায়নি দেশটির বর্তমান অবস্থাও।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।