ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

একগুচ্ছা কবিতা | রুদ্র হক

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মে ১০, ২০১৫
একগুচ্ছা কবিতা | রুদ্র হক

সুবেহসাদেক
___________________________________

      সমস্ত রাত থেমে থাকার পর
      জেগে উঠল বৃদ্ধ ট্রাক
      তারপর আড়মোড়া ভেঙ্গে চোখ মেলে
      চলে গেল ভোরের দিকে
      ছড়ানো ছেটানো রেখা নুড়ি কঙ্কর ফেলে
      লাল দালানের মসজিদ গম্ভীর
      মিটিমিটি হাসে চাঁদ
      কয়লায় দাঁত মেজে কতদূর গেল ট্রাক?
      হুজুর ঘুমুচ্ছেন
      আমরা পড়ছি
      সুবা হা নাকা আল্লা হুম্মা,
      অবিহাম দিকা,
      অতাবা রাকুস মুকা,
      অতা য়ালা জাদ্দুকা,
      ওয়া লা ইলাহা গাইরুক..


বিচ রিপোর্ট ২
___________________________________

      দিগন্তগামী সূর্য
      মূলত এক বৃহৎ সাবান
      তীরে তীরে মৃতরূপ ফেনা তার মুখে এসে লাগে
      শান্ত সামুদ্রিক লাশ—ফিরে ফিরে আসে
      ফিরে ফিরে যায়
      সেসব মুখে টর্চ ধরে রাখি
      এ মুখের লোভে..

      পেট ফোলা
      বীভৎস মেঘেরা এত নিচু হয়ে আসে কেন?


মিরর
___________________________________

      এমন করে দৃশ্যগুলো নিচু হয়ে রইল
      মনে হলো
      সমগ্র পৃথিবী যেন আয়নায় তলিয়ে গেছে
      একটা সাদা বাড়ি
      একটা হাসের ফোয়ারা
      ঝুলন্ত দোলনা, কে জানে তার উৎস কোথায়
      খাঁ খাঁ দুপুরের মতো নির্জন, মৃত হয়ে রইল

      একটা চলন্ত জিরাফ
      যেন ঘাঁড় উচু করে হেটে চলেছে আগন্তুক বেশে
      আনত মুখ, গম্ভীর

      কমরেড! কমরেড!—বলে পিঁপড়েরা ঢুকে গেল যে যার ঘরে...


অন্ধ
___________________________________

      পৃথিবী হেলে পড়ছে দক্ষিণে
      আমি টের পাই
      একটা তরুণী নক্ষত্র বিনম্র আচারের বয়াম খালি করছে
      সৌরজগতে আর কিচ্ছু নেই..


আনন্দের হাড়
___________________________________

      নিকটে ওড়ো পাখি
      দলবদ্ধ পিঁপড়ের সারি
      আগন্তুক মাকড়
      পৃথক হেঁটো না আর
      কথা বলে ওঠো ফুলেরা আমার..

      আনন্দের হাড় পড়ে আছে দিকে দিকে

      মানুষের গন্তব্য তবু অসহ্য মানুষ



বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।