ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শাখাওয়াৎ নয়নের জন্মদিন বুধবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ২০, ২০১৫
শাখাওয়াৎ নয়নের জন্মদিন বুধবার কথাসাহিত্যিক শাখাওয়াৎ নয়ন

কথাসাহিত্যিক শাখাওয়াৎ নয়নের জন্মদিন বুধবার। ২০ মে মাদারীপুর জেলার কুন্তিপাড়া গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

বাবা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা এবং মা রিজিয়া বেগম।

প্রথম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় শূন্য পেয়ে শিক্ষাজীবনের শুরু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন শাখাওয়াৎ নয়ন। পরে অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে ‘পাবলিক হেলথ’-এ পিএইচডি করেন তিনি।

সমাজবিষয়ক গবেষণা দিয়ে আনুষ্ঠানিক কর্মজীবন শুরু শাখাওয়াৎ নয়নের। বর্তমানে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে একজন একাডেমিক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র কন্ট্রিবিউটর এডিটর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

বাল্যকালে ছোট চাচাকে পত্র লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি নয়নের। ঢাকা, কলকাতা, অস্ট্রেলিয়া, কানাডা ও লন্ডন থেকে প্রকাশিত বাংলা পত্র-পত্রিকায় প্রবন্ধ, নিবন্ধ ও গল্প-উপন্যাস প্রকাশিত হয়েছে। পাশাপাশি এসব দেশের অনলাইনভিত্তিক পত্রিকাতেও বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি করেন শাখাওয়াৎ নয়ন।

‘ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প (২০১২)’ শাখাওয়াৎ নয়নের প্রথম প্রকাশিত গ্রন্থ। ‘অদ্ভুত আঁধার এক (২০১৩)’ প্রথম প্রকাশিত উপন্যাস। উপন্যাসটি ধারাবাহিকভাবে বাংলানিউজের সাহিত্য পাতায় প্রকাশিত হয়। ‘নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি (২০১৪)’ তার প্রথম নিবন্ধ গ্রন্থ।

লেখালেখির স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্মাননা পেয়েছেন শাখাওয়াৎ নয়ন। এরমধ্যে রয়েছে- ‘একুশে একাডেমি, অস্ট্রেলিয়া-২০১৪’, ‘কবিতা বিকেল, অস্ট্রেলিয়া-২০১৪’ এবং ‘ক্যান্টাবেরি সিটি কাউন্সিল, অস্ট্রেলিয়া-২০১৪’।

জন্মদিনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাখাওয়াৎ নয়ন বলেন, এই দিনে মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। মা-বাবা পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন। এছাড়া ফেসবুক, মোবাইল ও ই-মেইলের মাধ্যমে কাছে-দূরে আত্মীয়-স্বজন ও বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছেন। দিনটাকে উপভোগ করছি।

সম্প্রতি কী লিখছেন জানতে চাইলে তিনি বলেন, একটা সাইন্স ফিকশন লিখছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।

জন্মদিনেও অন্যান্য দিনের মতো বিশ্ববিদ্যালয়ে কাজ করলেও সন্ধ্যায় স্ত্রী নীলাবতীকে নিয়ে সিঙ্গাপুরের ‘মেরিনা বে’-তে ডিনার করবেন বলে জানান তরুণ এই কথাসাহিত্যিক।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।