ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | সেলিম আহমেদ নান্নু

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ৩, ২০১৫
জোড়া কবিতা | সেলিম আহমেদ নান্নু

মৃতদের শহরে দাঁড়িয়ে আমি উদাস উদাস হাসি
___________________________________

আমাকে তাড়া করে ফিরছিল মিথ্যেবাদী রাখালের দল
তাই ক্ষুধার্ত বাঘের থাবায় হরিণের ডানায় চড়ে
পৌঁছে গেলাম চিরজীবী মৃত্যুর গোপন পানশালায়;
আমাদের পূর্বপুরুষের কেউ কেউ পানশালায় শুয়ে আছেন—
কংকালসার দেহ নিয়ে, নতুবা ট্র্যাফিক পুলিশের ভেঁপু বাজাতে বাজাতে
কেউ ক্লান্ত হলে বটি কাবাব করে খাচ্ছেন যতসব মিথ্যের অহম!
আর কেউবা সত্যের জোব্বা পরে চুষে নিচ্ছেন আমাদের আয়ু...
আর তুমি কিংবা আমি  অথবা আমরা
মৃত্যুর সেই সুনামি উপেক্ষা করে
নিজেদের জেমস বন্ড ভেবে বাতাসে ছড়াচ্ছি অগ্নিকুণ্ডলী
কেউবা সার্কাসের জাদুকর সেজে ধাঁধার ছলে
সত্যকে তুলে দিচ্ছি মিথ্যের আঁতুড়ঘরে...

পানশালায় বসে আপাতত মৃত্যু ও মিথ্যেকে নিয়ে ভাবছি



কতভাবে লুকিয়ে রাখতে চাইছি বুকের ভেতর দৃশ্যমান অন্ধকার
___________________________________

বাহিরে অরক্ষিত আলো; নক্ষত্রশয্যায় ডুবে গেলে ঘোরলাগা আকাশ
মৃদু নীল জোছনার ফোয়ারায় গা সেঁচে  তুমি বনে যাও ভূতুড়ে পৃথিবীর নীল রমণী
আদতে নীলের পাঠশালায় তুমি শেখো মিথ্যাবাদী চাঁদের মনভোলানো মন্ত্রতন্ত্র
দূর থেকে আমাকে দেখাও ভোরের সূর্য আর শোনাও কল্পিত চাঁদের সৌন্দর্য সংগীত!
এইভাবে কুহক রাতে আমি মজে যাই, পুড়ে যাই তোমার মাদক মোহে
ফিকে হয়ে আসলে হুতুমপেঁচা রাত—আমি ফিরে আসি বেদনালয়ে
বুঝে নেই তুমি ছিলে আলোয় ভেসে যাওয়া রাত্রির অগ্রন্থিত বেদনা!
  হাহাকার উপচে পড়লে তবু  চোখে ধরে রাখি
                                    তোমার উচ্ছন্নে যাওয়া পঠিত নীল জীবন
আহা! এইভাবে বহুবার ফিরে গেছি তোমার অদৃশ্য নীল আলোয়
উজালায় তুলে দিয়ে মুদ্রিত ভালোবাসা বুকে এঁকেছি পিনপতন
তবু তরঙ্গায়িত হও তুমি আলোর অন্ধকারে...
                                         আধো অন্ধ বিশ্বাসে ...
                                               আলো-অন্ধকার রাত্রির সঙ্গমে!
আজো—
প্রতিটি দৃশ্যমান অন্ধকার বেঁধে রেখে আমি খুঁজি আলোর স্ফুরণ
প্রতিটি মিথ্যাবাদী আলোক রাত্রিতে হারিয়ে ফিরি নৈতিক স্খলন



বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।