ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

হরিশংকর, সুস্মিতা ও ইরম পেলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৪

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
হরিশংকর, সুস্মিতা ও ইরম পেলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৪

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৪ পেলেন হরিশংকর জলদাস, সুস্মিতা ইসলাম এবং মুজিব ইরম।

হরিশংকর জলদাস তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ গ্রন্থের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণীতে, সুস্মিতা ইসলাম তাঁর ‘আমার দিনগুলি’ গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণীতে এবং মুজিব ইরম ‘কবিবংশ’ গ্রন্থের জন্য হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার বিজয়ী হন।



বাংলাদেশের সাহিত্যের মৌলিক সৃষ্টিকর্মকে উৎসাহ প্রদানের জন্য ২০১১ সালে এ পুরস্কার প্রবর্তন করে ব্র্যাক ব্যাংক এবং দৈনিক সমকাল।

গত ১২ জুন শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের স্বনামধন্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রত্যেক শাখার বিজয়ী পুরস্কার হিসেবে পান এক লাখ টাকা। প্রত্যেককে ক্রেস্ট ও সম্মননাপত্রও প্রদান করা হয়। ২০১৪ সালে প্রকাশিত বই থেকে সেরা তিনটি বই নির্বাচন করা হয়।



বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।