ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | পাট ওয়ারী

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
জোড়া কবিতা | পাট ওয়ারী

ইম্প্রেশন
___________________________________

একটা ফ্যালকন পাহাড়চূড়ায়
রেস্ট নিতেছে
একটা ফ্যালকন
এক-পা দুই-পা
শিকারের জন্য প্রস্তুত?
—নাকি উইড়া যাইবা অপ্রচলিত গুলিস্তাঁর দিকে?—


এইদিকের হাওয়া
___________________________________
(মওড গন-কে)

আহা, রাইতে ঘুম ধরে ধরে যেন-বা
অল্পবিস্তর টেবিল ফ্যানের হাওয়া
বইতেছে গায়ে
(ঘুম খুব ইনভ্যালিড)
আগুন জ্বালায়া পুড়ায়া দিমু যত
প্রাণসত্য
এমনকি
মনে হয়
যেই মেয়েটা উল্কিস্টেশনে দাঁড়ায়া আছে

কা
কী
সেও জাইগা থাকত রাতে
এবং সে
এখন ভাববে
কিউবিক খোয়াব কেমন!
মকিংবার্ড কইবে না ওগো কথা
উপচায়া পড়তেছে উপসাগরীয় জানালারাত
আর হাওয়াদের চূড়া
এবং সে
উঠবে কেঁদে
আর তখনি শুরু হবে তুফান
আর সাফোকেশন...



বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।