১ আগস্ট রোববার থেকে কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে বিকেল ৪টা থেকে শুরু হবে ১০ দিনব্যাপী বর্ষার বইমেলা। উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ।
মেলার আহ্বায়ক নিশাত জাহান রানা জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলাকালে থাকবে সাংস্কৃতিক আনুষ্ঠান এবং বইবিষয়ক আলোচনা সভা।
এলিফ্যান্ট রোডের (কাঁটাবন) এই মেলায় দেশের ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান এখানে অংশ নেবে। সব বইয়ে থাকবে শতকরা ২৫ ভাগ ছাড়। উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে আছে ঐতিহ্য, সময়, অনন্যা, বিদ্যাপ্রকাশ, ইত্যাদিসহ অনেকে।
বাংলাদেশ স্থানীয় সময় ১১১৫, আগস্ট ০১, ২০১০