ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ব্রিটেনের প্রাচীনতম সাহিত্য পুরস্কার পেলেন বাংলাদেশি লেখক

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
ব্রিটেনের প্রাচীনতম সাহিত্য পুরস্কার পেলেন বাংলাদেশি লেখক জিয়া হায়দার রহমান

ব্রিটেনের প্রাচীনতম সাহিত্য পুরস্কার ‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি লেখক জিয়া হায়দার রহমান। তার প্রথম উপন্যাস ‘ইন দ্য লাইট অব হোয়াট উই নো’-এর জন্য তিনি এ পুরস্কার জয় করেছেন।



সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এডিনবার্গ আন্তর্জাতিক গ্রন্থ উৎসবে জিয়া হায়দার রহমানকে এ পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশে জন্মগ্রহণকারী জিয়া হায়দার রহমান পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার ও মানবাধিকার বিষয়ক আইনজীবী।

সমালোচকরা বলছেন, জিয়া হায়দারের এ উপন্যাস মনুষ্যজ্ঞানের সীমাবদ্ধতার মাঝে এক অসাধারণ উপস্থাপনা। এতে মর্মস্পর্শী প্রেমের প্রবাহের সঙ্গে একজন মানুষের মানসিক শক্তি হারিয়ে ফেলার গল্প সুন্দরভাবে ফুটে উঠেছে।

‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ড’ পুরস্কার কমিটির সভাপতি, ইউনিভার্সিটি অব এডিনবার্গ-এর অধ্যাপক, রান্দাল স্টিভেনসন বলেছেন, আফগান যুদ্ধ, মৌলবাদের উত্থান, ব্যাংকিং সংকট, রাজনীতি ও অর্থনীতির সমস্যাগুলো গল্পের ভাঁজে ভাঁজে তুলে এনেছেন জিয়া হায়দার।

তিনি আরও বলেন, বইটির সবচেয়ে বড় বিশেষত্ব, ব্যক্তির আলোকে রাজনীতি ফুটিয়ে তুলেছেন লেখক।

ইউনিভার্সিটি অব এডিনবার্গ-এর শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা বিচার-বিশ্লেষণ করে চার শতাধিক বই থেকে ‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করেন চারটি বই। জিয়া হায়দার রহমানের ‘ইন দ্য লাইট অব হোয়াট উই নো’ ছাড়াও এ তালিকায় ঠাঁই করে নেয় সামান্থা হার্ভের ‘ডিয়ার থিফ’, স্মিথ হেন্ডারসনের ‘ফোর্থ অব জুলাই ক্রিক’ ও ম্যাথিউ থমাসের ‘উই আর নট আওয়ারসেলভস’।

১৯১৯ সালে প্রকাশক জেমস টেইট ব্ল্যাকের স্মরণে তার বিধবা স্ত্রী জেনেট কোটস এ পুরস্কার প্রবর্তন করেন। ভালো বইকে উৎসাহিত করতে সাহিত্যের বিভিন্ন শাখায় এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।



বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।