ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

শিল্প-সাহিত্য

জোড়া কবিতা | এইচ আই হাবীব

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, আগস্ট ৩১, ২০১৫
জোড়া কবিতা | এইচ আই হাবীব

ভিনগ্রহ

মানুষ একদিন ভিনগ্রহী হবে
একুশ শতক শেষে,
সওদাগরের নব নভোযান ছুটবে স্বর্গদেশে।

জোছনা-রাত্রি পোহাবে যুগল পূর্ণিমা-উদ্যানে,
আকাশগঙ্গা পাড়ি দেবে তারা স্বপ্নের সাম্পানে।



অবুঝ শিশুর কান্না থামবে চন্দ্রপৃষ্ঠে খেলে,
অন্ধ কুঁটির আলোকিত হবে তারার প্রদীপ জ্বেলে।

মানুষ চাইলে আসবে ফাগুন কিংবা শ্রাবণ-মাঘ,
শুষ্ক মরু সজীব হবে
মঙ্গলে গুলবাগ।

পৃথিবীর মাটি, আকাশ-বাতাসে
ঘটেছে অগ্নিকাণ্ড
বৃদ্ধ জগৎ মরতে মরতে
দেখা দাও ব্রহ্মাণ্ড।


মৃত্যু

মৃত্যুর কূলে ঢলে পড়া হাসি
কান্নার জলাশয়,
গগণের চোখে অশ্রুধারা
মৃত্যুর আশ্রয়।

কীর্তিনাশা কোন মহানদী
সাগরে এনেছে চর?
কোন গ্রহে আজ মেঘের মৃত্যু
বাতাসে উল্কা ঝড়?

মৃত্যুর গান গাহিছে পেঁচা
আসামী পতিতালয়ে,
মৃত্যুর কূলে ঢলে পড়া হাসি
কেঁদে ওঠে জলাশয়ে।

পৃথিবীর বহু বয়স হয়েছে
সূর্যে কমেছে জ্যোতি,
মৃত্যুর এক পর্বতমালা
থামাবে সকল গতি।



বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।