ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমিতে শুক্রবার পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
বাংলা একাডেমিতে শুক্রবার পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে বাংলা একাডেমির আয়োজনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

দর্শক-চাহিদার প্রেক্ষিতে আগামী শুক্রবার (০৪ সেপ্টেম্বর) পর্যন্ত এ সময়সীমা বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৮ আগস্ট এ প্রদর্শনী শুরু হয়।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের ভাস্কর নভেরা প্রদর্শনী কক্ষে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।