ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কানাডার সমকালীন কবিতা | অনুবাদ: পারভেজ চৌধুরী

অনুবাদ কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
কানাডার সমকালীন কবিতা | অনুবাদ: পারভেজ চৌধুরী

স্টুর্য়াট রস || জিলিয়ান জেরোমের কবিতার লাইন যেভাবে শুরু হয়

আমার মাঝে তোমার বসত। দিন যায় ভালোয় ভালোয়
তুমি বন্ধুদের নিমন্ত্রণ দিলে আমি ঘুমুতে যাই
আমাকে পান করো তুমি।

কার্টুন দেখো
সূর্যটা লাল। আকাশটা কালো।
আমাকে পাঠ করো তুমি তাতে আমি কৃতজ্ঞ।
খাবার হিসাবে তোমার যা’ যা’ পছন্দ আমারও তাই
রাতে যখন তুমি হাঁটতে বের হও বাসটা শব্দ করে চলে যায়।
বাদামী বরফ, নগ্ন গাছ
তুমি আমাকে স্বপ্নে দেখো আমি দেখি তোমার স্বপ্ন।
তুমি আমার মাঝে জেগে ওঠো অনুভবে।
তুমি সময় দিন এবং আমাকে গণনা করো, ধারাপাতের মতো
ছোট পাখিটা যেভাবে অপেক্ষা করে তোমার জানালার উইন্ডশিল্ডের ওপর।

• জিলিয়ান জেরোম: কানাডার সমকালীন কবি



জিল ব্যাটসন || হাড় এবং ধূলার ছাই

এই পৃথিবীতে হাড় যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়
ভূমিতে স্থির হওয়ার আগে
ছাই থেকে ধূলিকণা আলাদা করে নেয় বাতাস
ডানা থেকে আলাদা হয়ে যায়
সারা দেশের ধূলিকণা বয় পাহাড়ের চূড়ায়।
যাদুমন্ত্রের মতো বাতাস লেগে থাকে শরীরে
ধূলিঝড় ক্রমশই রূপান্তরিত হয় মেঘে
সচল শরীরে ফিরে আসে ভূমিতে।
সময় টেনে আনে শক্তিকে
চলাচল,
ঘুরপাক
এবং বিনির্মাণ হয়।
বাতাসের চেয়ে ধীরে ধীরে চলে
দুটি আকার দৃশ্যমান হয়
গলে যাওয়ার আগে হেসে ওঠে
বাতাসের শৈশব দিনে।



ম্যারিয়ান ব্লুগের || বাস্তবতার সবর্শেষ

যখন আমার মৃত্যু হয়েছিল
আমি জানতাম না আমার মৃত্যু হয়েছে
সময়টা ছিল দীর্ঘ এবং বয়সটা ছিল অনুকূল।
স্থির হয়ে থাকা সময় যেন
ছায়াচ্ছন্ন সোনালি ফিতা।
পরিবর্তনহীনতার উপত্যকা।
মৃত্যু অনেক প্রলম্বিত ইতিহাস
ইতিহাসকে আমি কখনোই ভালোবাসতে পারি না
যারা আমাকে মৃত্যুর জন্যে দোষারোপ করে
তারা কতকটা সাদা বোবা বিড়ালের মতো
আমার বেঁচে থাকাটা ছিল পরিকল্পিত
অন্যদের সময়ে অন্যদের ভালোবাসায়
জীবনের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল না।
যখন আমার মৃত্যু হয়েছিল
আমি জানতাম না আমার মৃত্যু হয়েছে।
বাস্তবতায় আমার বিশ্বাস ছিল সর্বদা
মানুষের ভালোবাসা কিছুই সম্ভব নয়।



পেট্রিক ফ্রিসেন || ধ্বংসস্তুপ থেকে

এবং যেখানে মরুভূমি এসে মিশেছে বস্তির এই শহরে
যেখানে জঘন্য আবর্জনাগুলো আমাদের সম্পদের জানান দেয়
ঈশ্বর শুয়ে আছে যেখানে ধ্বংসস্তূপের নিচে
বাটি ভাঙ্গা হয় এখানে আমরা হয়ত কোনোদিন পাব না
একটি মুহূর্ত
প্রেমময় হাত
তুমি তা কোনোদিনও জানতে পারবে না।



বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।