ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কানাডায় হতে যাচ্ছে ইশরাত জাহানের চিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
কানাডায় হতে যাচ্ছে ইশরাত জাহানের চিত্র প্রদর্শনী

ঢাকা: কানাডার আলবার্টার এডমন্টন পাবলিক লাইব্রেরিতে আগামী ২৬ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত চিত্রশিল্পী ইশরাত জাহানের চিত্র প্রদর্শনী ‘পারসুউ অব এক্সিসটেন্ট’। চলবে ২৫ জানুয়ারি ২০১৬ পর্যন্ত।



তরুণ প্রজন্মকে চিত্রকলার মাধ্যমে উদ্বুদ্ধ করাই ইশরাত জাহানের চিত্রকর্মের অনুপ্রেরণা। তার আঁকা ছবিতে ফুটে ওঠে ধরিত্রী, পরিবেশ, প্রকৃতি ও ভালবাসার চিত্র।

এদিকে এই চিত্র প্রদর্শনীর মধ্য দিয়েই কমিউনিটি হেরিটেজ মিউজিয়ামের পথ চলার উদ্বোধন করতে যাচ্ছে দি বোর্ড অব বাংলাদেশ হেরিটেজ মিউজিয়াম (বিবিএইচএম) এবং বাংলাদেশ প্রেসক্লাব সেন্টার অব আলবার্টা (বিপিসিএ)। একই ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার (২৬ অক্টোবর) সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।