ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

হুমায়ূন আহমেদ ‘প্রয়াত’ নন

সজিব তৌহিদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
হুমায়ূন আহমেদ ‘প্রয়াত’ নন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নুহাশপল্লী থেকে: আমি খুব কষ্ট পাই যখন কেউ বলেন প্রয়াত হুমায়ূন আহমেদ। আসলে কোনো বিখ্যাত মানুষ প্রয়াত হন না।

রবীন্দ্রনাথের নামে আগে প্রয়াত রবীন্দ্রনাথ বলা হয় না। কেন প্রয়াত হুমায়ূন আহমেদ বলা হয়? হুমায়ূন আহমেদ কখনোই প্রয়াত নন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের নুহাশ পল্লীতে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৭তম জন্মদিনে লেখকের কবর জিয়ারত শেষে তার স্ত্রী মেহের আফরোজ শাওন কথাগুলো আক্ষেপ নিয়ে বলছিলেন।

তিনি বলেন, শুধু জন্মদিনে নয়, আমি প্রতিটা মুহূর্তে হুমায়ূন আহমেদকে স্মরণ করি। তবুও জন্মদিন উদযাপন করতে আমি পছন্দ করি।

এসময় তিনি রাষ্ট্রীয়ভাবে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করার জন্য সংশ্লিষ্টদের আহ্বানও জানান।

এর আগে তিনি নুহাশ পল্লীর প্রবেশ গেটের ডান পাশে স্থাপিত হুমায়ূন আহমেদের ম্যুরাল উন্মোচন করেন। পরে সমাধিতে ফুল দিয়ে রুহের মাগফিরাত কামনা শেষে লেখকের ৬৭তম জন্মদিনের একটি কেক কাটেন।

এসময় হুমায়ূনপুত্র নিষাদ, নিনিত, নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল ও আগত হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
টিআই/এএ

** ‘কিছু কিছু মানুষ আসেন, যান না’
** কেন্দুয়ায় হুমায়ূন'র জন্মদিন পালন
** নুহাশপল্লীতে হুমায়ূনের ম্যুরাল উদ্বোধন, দিনব্যাপী নানা কর্মসূচি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।