ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

কবিকুঞ্জের জীবনানন্দ কবিতা মেলা ২৭-২৮ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
কবিকুঞ্জের জীবনানন্দ কবিতা মেলা ২৭-২৮ নভেম্বর

রাজশাহী: রাজশাহীতে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ চতুর্থবারের মতো দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলার আয়োজন করেছে।

আগামী ২৭ ও ২৮ নভেম্বর মহানগরীর শাহ মখদুম কলেজ চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই কবিতা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি হেলাল হাফিজ।



‘এসো, অফুরন্ত সূর্য আলোর ঈগল’ শীর্ষক দু’দিনব্যাপী কবিতা মেলায় থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি, আলোচনা ও কবিকুঞ্জ পদক-২০১৫ প্রদান অনুষ্ঠান।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার কবিতা মেলা আয়োজনের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের দুই দিনব্যাপী কবিতা মেলার বিভিন্ন পর্বে দেশ ও বিদেশের শতাধিক প্রখ্যাত কবি-লেখক ও গবেষকরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।