ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

কালিদাস কর্মকারের ৭১তম একক চিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
কালিদাস কর্মকারের ৭১তম একক চিত্র প্রদর্শনী

ঢাকা: শিল্পী কালিদাস কর্মকারের ‘পাললিক অনুভব’ শীর্ষক ৭১তম একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে এথেনা গ্যালারি অব ফাইন আর্টস।

শুক্রবার (০৪ ডিসেম্বর) রাজধানী উত্তর বাড্ডা এজে হাইটস টাওয়ারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিল্পীর এই একক চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন।



উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, তার (কালিদাস) আঁকা ছবি নতুনভাবে চিন্তা করতে শেখায়। তিনি অতিদ্রুত ছবি আঁকেন। কালিদাসের আঁকা ছবি তৃষ্ণা জাগায়। তার রঙ তুলির খেলা দেখলে শান্তি পাওয়া যায়।

প্রদর্শনীটি আগামী ২২ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপার্সন নিলু রওশন মোরশেদ। এছাড়া উপস্থিতি ছিলেন পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এফবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।