রাজকন্যা
বললাম মেঘকে—
তোমার তো মেলা রঙ আছে
সবক’টাই কি আর দরকার পড়ে মিছে
কিছু রঙ দিয়ে না হয় আমায় সাজাও
আমাকে এক রাজকন্যার যোগ্য করে দাও।
বললাম আলাদীনকে—
তোমার দৈত্যটাকে একটু দিও তো পাঠিয়ে
তাড়াতাড়ি রাখুক সে এক প্রাসাদ বানিয়ে
না হয় রাজকন্যাকে রাখব আমি কোথায়
বলো, এই পর্ণকুটিরে কি আর তাকে মানায়?
বললাম লখিন্দরকে—
লোহার বাসর ঘরটা দিয়ে দাও না ভাই
হেথায় আমি তার তরে মধুর বাসর সাজাই
দেখো, মনে করে ছিদ্রটুকু দিও বন্ধ করে
কালনাগিনী যেন আবার দংশিতে না পারে।
বললাম ডালিমকুমারকে—
তোমার পক্ষীরাজটা এখন আছে কোনখানে?
আমিও তো যাব এক রাজকন্যার সন্ধানে
তুমি তো ভাই পেয়ে গেছো রাজকন্যা তোমার
পক্ষীরাজটা যে এখন আমার ভীষণ দরকার।
মেঘ আলাদীন লখিন্দর কোথায় তোমরা
কোথায়ই বা ছিলে ডালিমকুমার
সবাই তোমরা এলে বড্ড দেরি করে
অভিমানে রাজকন্যা আমার
তাই তো গেছে অন্যের ঘরে।
উপলব্ধি
আমি এক বেকুব ঘুড়ি
ভাবি আমার ইচ্ছেমতন আকাশে উড়ি
বুঝি না যে সরু এক সুতায়
লাটাই আমাকে আকাশে উড়ায়।
মেতে আছি সব ভুলে কাটাকাটি খেলায়
কেটে যাবে মোর সুতাও এক অবেলায়
লাটাই থেকে সেই সুতা ছিঁড়ে গেলে
আছড়াব আকাশ থেকে অজানা ভূতলে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬