ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিলনায়তনে তরুণ লেখক বিকাশ সিএইচ ভৌমিকের ‘পরিচয়হীনা’ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধাবার (২৭ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনিসুল হক।
এ সময় আনিসুল হক তরুণদের বেশি করে সাহিত্য পাঠ ও রচনার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর জুড উইলিয়াম হেনিলো।
মধ্যরাতে বাড়ি ফেরার সময় জনহীন রাস্তায় সাংবাদিক নির্বাণের সাথে হঠাৎ সাক্ষাত হয় জেসমিনের। নির্বাণের সাথে এ সাক্ষাত জেসমিনের জীবনে সূচনা করে নতুন এক অধ্যায়ের। অনিবার্য এক মানবিক প্রেক্ষাপট নিয়ে লেখা এ উপন্যাসটি প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মনিরুজ্জামান শিপু।
পরিচয়হীনা লেখকের ৪র্থ প্রকাশিত গ্রন্থ এবং দ্বিতীয় উপন্যাস। উপন্যাসটির লেখক বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ অধ্যাপনায় নিয়োজিত।
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএইচএস