ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

টোকন ঠাকুরের দু’টি কবিতা

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
টোকন ঠাকুরের দু’টি কবিতা

অফ দ্য রেকর্ড

দুঃখকে বিড়াল বলে মনে হয়। কারণ, বস্তাবন্দি করে বিড়ালটিকে নদীর ওপারে রেখে অাসার পরদিন সন্ধ্যায় দেখি, উঠোনের নিমগাছটা পেরিয়ে দুঃখবিড়াল ফের ঘরে উঠে পড়ছে।

দুঃখকে অাশ্রিত-অাত্মীয়ার মতো লাগে। তার হয়তো যাওয়ার জায়গাই নেই! কে দায়িত্ব নেবে? সারাদিন, তার হয়তো কথা বলার লোকও নেই। এই অবস্থায় দূরাগতা অাত্মীয়া যাবেই বা কোথায়? কার কাছে তার ভাল্লাগবে?

দুঃখকে কতভাবে দেখতে পাওয়া যায়। দুঃখ চিক চিক করে জ্বলে, নাকছাবিতেও। ব্যক্তিগতভাবে, দুঃখকে অামার পেতে ইচ্ছে করে। দুঃখ পেতে চেয়ে কতরাত ঘুমাইনি, বলো? দুঃখকে অামার দেখতে ইচ্ছে করে, দুঃখকে অামার পড়তে ইচ্ছে করে। দুঃখরা গান হয়ে যায়। দুঃখ কার কাছে যায়?

অায়নায় তাকিয়ে দেখি দুঃখ, হাসতে চেয়েও হাসতে পারছে না। দুঃখ নির্বাক যুগের চিত্রের মতো নিজে নিজেকে দেখছে। দুঃখের চোখের নিচে কালি, চারপাশে লোক তবু খালি খালি খালি...তারপরও দুঃখকে নিয়ে কথা বলি, কারণ, বিড়ালটিকে দেখলেই মনে হয় যে, অারে, একে তো অামি চিনি, নদীর ওপারে ফেলে এসেছিলাম, তবু সে পরদিনই চলে এসেছিল। সে এক রহস্য, এই বিড়াল এই দুঃখ অামার কীরকম অাত্মীয়া, কীরকম পরিচিতা?

একদিন তোমাকে বলব, কোন প্রহরে রচিত প্রতিটি দুঃখই নিটোল কবিতা!


স্বাধীনতা পেলে

অারেকটু স্বাধীনতা পেলে
অামি অাকাশই ছুঁয়ে ফেলব

অারেকটু স্বাধীনতা পেলে
বলব, চল পাহাড় ডিঙিয়ে যাই

অার অারেকটু স্বাধীনতা পেলে
একা, নিজের মধ্যেই ডুবে মরব


বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।