বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৬তম জয়ন্তি উপলক্ষে নড়াইলে তিন দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, বাংলালিংক এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ৮ আগস্ট রোববার দুপুরে এস এম সুলতান আর্ট কলেজ প্রাঙ্গণে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন।
উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ২০ জন শিল্পী আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করছেন। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, টেরাকোটা ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি, মিলাদ ও দোয়া মাহফিল, প্রতিদিন বিকেলে সুলতান মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সরকারিভাবে ১০ আগস্ট এস এম সুলতানের জš§দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫, আগস্ট ০৮, ২০১০