ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

হুইসেল | অনু ইসলাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, এপ্রিল ৬, ২০১৬
হুইসেল | অনু ইসলাম

হুইসেল, বেজে যাচ্ছে প্রতিনিয়ত কারও না কারও মনের ঘরে

যাপিত জীবনযুদ্ধে আত্মরচিত কথাজাল পড়ে থাকে নিস্তব্ধ অসহায়
রুদ্ধরূপ প্রকৃতি এমন যেখানে জীবনের অজস্র ভুল কোনোদিন
ফুটে ওঠে না ফুল হয়ে; হলুদ পাতার মতো ঝরে যায় সাথে নিয়ে-
রৌদ্রঘ্রাণ; অনুভূতির উপকথাগুলো আগুন রঙে সেজে ওঠে যখন-
তখন বুঝে নেওয়া যায় অন্ধকারের পরিভাষা; আর নীরব মাটির গন্ধ-
শুকে ওঠে যেনো নিথর নাসিকা। ভ্রাম্যমাণ জীবন কিছু কিছু
নির্বাচিত ভালোলাগা নিয়ে ছুটে চলে অন্ধগহীনে-

আত্মিক ক্ষরণ শেষে জলশব্দের খেলায় মেতে উঠবে বলে দু’চোখের-
সফেন সমুদ্রে স্মৃতিগন্ধেরা পবিত্র জল ঢেলে দেয় বৃষ্টি স্নাত...

হুইসেল, বেজে যাচ্ছে প্রতিনিয়ত...

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।