৯ আগস্ট থেকে শুরু হলো চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে জাপানি শিল্পী নরিকো নাইতোর একক চিত্র প্রদর্শনী। নরিকো জন্মগ্রহণ করেন ১৯৬৩ সালে।
গ্যালারিতে প্রবেশ করতেই চোখে পড়ে শিল্পী নরিকো নাইতো বসে আছেন তার পুরো গ্যালারি জুড়ে থাকা ছবিগুলোর মাঝখানে। নরিকো বাংলা জানেন না, তাই যেন তার ছবিই বাংলাদেশের দর্শকদের সামনে হয়ে উঠেছে নিজেকে প্রকাশের ভাষা। তার চোখে যেন কৌতূহল, ছবিগুলির ব্যাপারে বাংলাদেশি দর্শকদের মনোভাব জানার ব্যপারে।
নরিকোর সঙ্গে প্রদর্শনীর ছবির বিষয়ে কথা বলতে চাইলে, তিনি কখনো ইশারাতে কখনো ভাঙা ভাঙা ইংরেজিতে ছবির বিষয়গুলো আমাদের বুঝিয়ে দেয়ার চেষ্টা করেন, জানানÑ এটা তার সতেরোতম একক চিত্র প্রদর্শনী।
এই প্রদর্শনীতে শিল্পীর মিশ্র মাধ্যম ও জলরঙে আঁকা বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। নরিকোর ছবিগুলোতে জলরঙের কারুকার্যে জাপানি নান্দনিকতা ও ঐতিহ্য ফুটে উঠেছে। এখানকার বেশির ভাগ ছবিই অনেকটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে আঁকা।
প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ স্থানীয় সময় ২১১৩, আগস্ট ০৯, ২০১০