ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

ছোটকাগজ ধূসর পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ছোটকাগজ ধূসর পাণ্ডুলিপির মোড়ক উন্মোচন

বগুড়া: বগুড়া থেকে প্রকাশিত বগুড়া জীবনানন্দ পরিষদের মুখপত্র ছোটকাগজ ধূসর পাণ্ডুলিপির শোকের কবিতা সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।



বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক রাহমান মিজান স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সত্তর দশকের অন্যতম কবি, প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, অ্যাডভোকেট পলাশ খন্দকার ও কবি শিবলী মোকতাদির, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি ছড়াকার আমির খসরু সেলিম, সাধারণ সম্পাদক রাহমান মিজান, সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, কবি পান্না করিম, সিকতা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

রাহমান মিজান সম্পাদিত ধূসর পাণ্ডুলিপির প্রচ্ছদ করেছেন কাব্য কারিম। বগুড়া জীবনানন্দ পরিষদের এটি প্রথম সংখ্যা।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।