ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

টিএসসিতে কবিতায় ৩ প্রয়াত কবিকে স্মরণ

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
টিএসসিতে কবিতায় ৩ প্রয়াত কবিকে স্মরণ ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কবিতা আবৃত্তির মধ্যদিয়ে সাম্প্রতিক সময়ে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী ও কবি রফিক আজাদকে স্মরণ করেছে আবৃত্তি সংগঠন স্বরকল্পন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: কবিতা আবৃত্তির মধ্যদিয়ে সাম্প্রতিক সময়ে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী ও কবি রফিক আজাদকে স্মরণ করেছে আবৃত্তি সংগঠন স্বরকল্পন।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘প্রান্তরে হাঁক কবিতার ডাক’ শিরোনামে এটি অনুষ্ঠিত হয়।

এতে একক ও দলীয় কবিতা পরিবেশনার মধ্যদিয়ে শিল্পীরা কবিত্রয়কে স্মরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে কাজী মোমেনের রচিত ‘আমার কোনো অভিযোগ নেই’ পরিবেশন করে মাসুম আজিজুল বাশার। স্বরকল্পনের শিল্পী ছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তিতে অংশ নেন স্বরচিত্র, সংবৃতা ও স্বরশ্রুতির শিল্পীরা।

সৈয়দ শামসুল হকের লেখা ‘আমার পরিচয়’ আবৃত্তি করেন স্বরশ্রুতির আবৃত্তিকাররা। ‘আর কতো রক্তের দরকার হবে’ কবিতাটি আবৃত্তি করেন স্বরচিত্রের শিল্পীরা।    

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করা শিল্পীরা হলেন- নাজমুল আহসান, মাহদি হাসান, তামান্না ডেইজি, ফয়জুল্লাহ পাপ্পু, তামান্না তিথি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এসকেবি/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।