ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজবাড়ীতে দু’দিনব্যাপী পথনাটক উৎসব শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, এপ্রিল ৭, ২০১৭
রাজবাড়ীতে দু’দিনব্যাপী পথনাটক উৎসব শুরু রাজবাড়ীতে দু’দিনব্যাপী পথনাটক উৎসব উপলক্ষে শোভাযাত্রা-ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সব শহীদদের স্মরণে রাজবাড়ীতে দুই দিনব্যাপী পথনাটক উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের আজাদী ময়দানে সাংস্কৃতিক সংগঠন মঙ্গলনাটের আয়োজনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, গোয়ালন্দ থিয়েটারের প্রতিষ্ঠাতা বিশ্বনাথ বিশ্বাস, মঙ্গলনাটের সাধারণ সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুখ।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিন এবং সঞ্চালনা করেন ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।