ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নজরুল স্মরণে সিএনসি’র কবিতার আসর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ২২, ২০১৭
নজরুল স্মরণে সিএনসি’র কবিতার আসর

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মদিন উপলক্ষে সেমিনার, পদক প্রদান ও কবিতা পাঠের আয়োজন করেছে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)।

মঙ্গলবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টায় নজরুল একাডেমি মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক।

সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন আহমদ বাসির। সিএনসি’র নির্বাহী পরিচালক কথাশিল্পী ও শিশু সাহিত্যিক মাহবুবুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন ড. গুলশান আরা, ড. ফজলুল হক সৈকত ও ফজলুল হক তুহিন।

অনুষ্ঠানে বিশিষ্ট কবি ও নজরুল গবেষক আবদুল হাই শিকদারকে সিএনসি নজরুল পদক দেওয়া হবে। এছাড়া স্বরচিত কবিতা পাঠ করবেন দেশের খ্যাতনামা কবিরা।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ২২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।