ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় ‘কবিতার আধুনিকতা’ শীর্ষক সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বগুড়ায় ‘কবিতার আধুনিকতা’ শীর্ষক সভা অনুষ্ঠিত বগুড়ায় অনুষ্ঠিত হয় কবিতার আধুনিকতা শীর্ষক আলোচনা সভা; ছবি- আরিফ জাহান

বগুড়া: সম্প্রতি বগুড়ায় ‘কবিতার আধুনিকতা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র। শনিবার (২২ জুলাই) দুপুরে সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ লিখিয়েদের আধুনিক কবিতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষে শুক্রবার (২১ জুলাই) রাতে শহীদ টিটু মিলনায়তনে আয়োজন করা হয় এই আলোচনা সভার।

‘কবিতার আধুনিকতা’র ওপর মুখ্য আলোচক ছিলেন কবি রেজাউল করিম চৌধুরী।

 অন্য আলোচকদের মধ্যে ছিলেন কবি শিবলী মোকতাদির ও কবি করিম মোহাম্মদ।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের উপস্থাপনায় ও কবি মুহম্মদ শহীদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁর আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংস্কৃতজন মো. মোখলেছুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য দেন বগুড়া বিআটিএ’র মোটরযান পরিদর্শক ফয়েজ আহাম্মেদ, শিশু সংগঠক আব্দুল খালেক, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি সিকতা কাজল, বগুড়া জীবনানন্দ পরিষদের সভাপতি এস, এম আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী।

প্রধান অতিথির সরস বক্তব্যে প্রাণ ফিরে পান উপস্থিত কবিরা।  তার বক্তব্যে উঠে আসে বগুড়ায় কবিতাচর্চার ইতিহাস। এছাড়া  কবিতার আধুনিকতা শীর্ষক আলোচনায় উঠে আসে বাংলা কবিতার একাল সেকাল।  

উঠে আসে কবিতায় শব্দ, ভাষা, চিত্রকল্প, উপস্থাপনার ঢং, গীতলতাসহ অনেক কিছু।  কবিতা সব সময়ই আধুনিক হলেও সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে কবিতা উপস্থাপনার কৌশল।  ফলে কবিতা শুধু মনন নির্ভর থাকছে না, কখনো কখনো হয়ে যাচ্ছে পাঠনির্ভরও।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।