১ সেপ্টেম্বর ২০১০-এ প্রকাশিত হতে যাচ্ছে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আত্মজীবনী ও স্মৃতিচারণ ‘অ্যা জার্নি’। প্রকাশ করবে বিখ্যাত প্রকাশনা গ্রুপ ‘র্যানডম হাউস’ গ্রুপ ইউকের ‘কর্নার স্টোর্ন’।
বইটি প্রকাশ হওয়ার আগেই ১৬টি ভাষায় অনুবাদ স্বত্ব বিক্রি হয়েছে। বিশ্বব্যাপী বাংলায় প্রকাশ করার স্বত্ব পেয়েছে ঢাকার ‘অঙ্কুর প্রকাশনী’। ১৮ আগস্ট টনি ব্লেয়ারের বাংলাদেশে আসার আগের দিন র্যানডম হাউসের স্বত্ব বিক্রয় বিভাগ ‘অঙ্কুর প্রকাশনী’কে জানিয়েছে যে বইয়ের লেখক এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন এবং শিগগিরই এ বিষয়ে কাগজপত্র পাঠানো হবে।
টনি ব্লেয়ারের আত্মজীবনীর অনুবাদ বাংলায় প্রকাশের ব্যাপারে অঙ্কুর প্রকাশনীর প্রকাশক মেসবাহউদ্দীন আহমেদ জানান, ৬০০ পৃষ্ঠার বেশি এই বইটি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাভাষার পাঠকদের হাতে তুলে দিতে পারব বলে আশা করছি।
বাংলাদেশ স্থানীয় সময় ২০৩০, আগস্ট ২১, ২০১০