ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাহিত্য প্রণোদনা পুরস্কার পেলেন কবি হাবীবাহ্ নাসরীন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, সেপ্টেম্বর ১৪, ২০১৭
সাহিত্য প্রণোদনা পুরস্কার পেলেন কবি হাবীবাহ্ নাসরীন কবি হাবীবাহ্ নাসরীন

চলতি বছরের ‘সাহিত্য প্রণোদনা পুরস্কারে’ ভূষিত হলেন কবি হাবীবাহ্ নাসরীন। তার রচিত কবিতাগ্রন্থ ‘কবিতা আমার মেয়ে’ ও উপন্যাস ‘তুমি আছো তুমি নেই’র জন্য এ স্বীকৃতি দিচ্ছে ঢাকার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সেন্টার ফর ন্যাশনাল কালচার। 

শিগগির আনুষ্ঠানিকভাবে জনপ্রিয় এ লেখিকার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। ২০১১ সালে প্রথম এ পুরস্কার দেওয়া হয়।

এ প্রসঙ্গে হাবীবাহ্ নাসরীন জানান, পাঠকের ভালবাসাই একজন লেখকের বড় অর্জন; আর প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও নিশ্চয়ই তার অংশ বিশেষ। তরুণ লেখকদের উৎসাহিত করতে এ ধরণের পুরস্কার বিশেষ ভূমিকা রাখতে পারে। আমার জীবনের প্রথম প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবে ‘সাহিত্য প্রণোদনা পুরস্কার-২০১৭’ স্মরণীয় হয়ে থাকবে।  

পেশায় সাংবাদিক হাবীবাহ্ নাসরীন লাইফস্টাইল ইনচার্জ হিসেবে কর্মরত আছেন দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টালে। শৈশবে, নব্বই দশকের শেষের দিকে লেখালেখিতে আসা এ লেখিকা প্রশিক্ষণ নিয়েছেন বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্পে; ইতোপূর্বে যুক্ত ছিলেন কয়েকটি পত্রিকায়।  

সাহিত্য ছাড়াও লাইফস্টাইল এবং ফ্যাশন নিয়ে ক্রমাগত লেখালেখি করে ব্যাপক পরিচিত পেয়েছেন হাবীবাহ্ নাসরীন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।