ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

আখতারুন নাহারের মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৭
আখতারুন নাহারের মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন আখতারুন নাহারের মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন

ঢাকা: বিশিষ্ট মৃৎশিল্পী আখতারুন নাহার আইভীর একক মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় গ্যালারি কসমস ও জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

জাদুঘরে প্রদর্শনীটি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে আখতারুন নাহার বলেন, মাটি উপকরণ হিসেবে সহজলভ্য হলেও শিল্প সৃষ্টি মোটেও সহজ নয়। মৃৎশিল্পের মাধ্যমে শিল্পীর শিল্পশক্তির পরিচয় তুলে ধরা কষ্টকর। এটি সহজে করা যায় না।  

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এএইচএন সেওংদু বলেন, মাটির তৈরি শিল্পগুলো দেখে আমি মুগ্ধ। এজন্য আমি আখতারুন নাহারকে ধন্যবাদ। যারা শিল্প রক্ষায় কাজ করছে বাংলাদেশের উচিত তাদের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, ইতিহাসবিদ অধ্যাপক ডা. মুনতাসীর মামুন, গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।