ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

জয়নুল গ্যালারিতে চারুকলা ’৭৯ ব্যাচের সম্মিলিত প্রদর্শনী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
জয়নুল গ্যালারিতে চারুকলা ’৭৯ ব্যাচের সম্মিলিত প্রদর্শনী চারুকলার জয়নুল গ্যালারি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১ এ চারুকলা ১৯৭৯ ব্যাচের শিল্পীদের এক সম্মিলিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মিলিতভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন ’৭৯ ব্যাচের শিক্ষক দেশবরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী, সুলেখক অধ্যাপক বুলবন ওসমান, অধ্যাপক মাহমুদুল হক, অধ্যাপক আবুল বারক আলভী, শিল্পী শহিদ কবীর, অধ্যাপক আবদুস শাকুর শাহ ও অধ্যাপক নাজমা খান মজলিস।  

প্রদর্শনীতে ২৯ জন শিল্পীর প্রায় অর্ধ্বশত শিল্পকর্ম প্রদর্শিত হবে।

১৯৭৯ ব্যাচের পাঁচজন অকালপ্রয়াত সহপাঠীকে উৎসর্গিত সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।