ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

সুরের মূর্ছনায় বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
সুরের মূর্ছনায় বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা

সিরাজগঞ্জ: ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী’, ‘সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজও হে’, ‘আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনায়’, ‘তোরা দেখে যা আমিনা মায়ের কোলে’— এমন অসংখ্য মন ভোলানো গানের মধ্য দিয়ে প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করলেন ওপার বাংলার প্রখ্যাত শিল্পীরা। 

কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী সোহরাব হোসেন স্মরণে শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ১০ দিনব্যাপী বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানেই ‘অগ্নিবীণা কোলকাতা’র শিল্পীরা নজরুলের মোহনীয় সুর আর কথামালায় গাঁথা সংগীতের মূর্ছনায় মাতিয়ে তোলেন।

জেলা প্রশাসন ও নজরুল একাডেমির আয়োজনে নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।  

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মো. শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নজরুল একাডেমি বাংলাদেশের সাধারণ সম্পাদক মিন্টু রহমান, অগ্নিবীণা কলকাতার পরিচালক রবীন্দ্রনাথ মুখার্জী, নজরুলসংগীতের প্রবীণ শিল্পী অনুসূয়া মুখোপাধ্যায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু।

সংগীতানুষ্ঠানে ভারতের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী অনুসূয়া মুখপাধ্যায়, সুসীমা দাস, সুকন্যা কর্মকার, ডা. শ্রেয়া দত্ত রায়, দেবশ্রী মুখার্জী, রুমানা মাইতি, শবরী কর, পৌষালী রায়, দীপা দাস, সুমনা লায়েক, রাজশ্রী ভট্টাচার্য্য, শুভেন্দু দাস, সুজিত লায়েক, নরেন্দ্রনাথ সরকার, সংকর কুমার মন্ডল এবং সিরাজগঞ্জের সুর্য্য বারী, হানিফ মোহাম্মদ, সঙ্গীতা দাস ও জিকো সংগীত পরিবেশন করেন।  

বিপুল সংখ্যক নজরুলভক্ত রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত একটানা এ নজরুলসংগীতের অনুষ্ঠান উপভোগ করেন।  

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।