বিশ্বসাহিত্য কেন্দ্রে বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ব্যারিস্টার নওফল জমির রচিত ‘আধুনিকতার ইতিহাস’ গ্রন্থের পাঠোন্মোচন ও আলোচনা সভা।
বইয়ের পাঠ উন্মোচন করেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
আলোচনা সভায় বই নিয়ে আরও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সানিয়া সিতারা, বইয়ের লেখক ব্যারিস্টার নওফল জমির, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
অনুষ্ঠান সভাপতির বক্তব্যে কবি আবদুল হাই শিকদার বলেন, আমাদের দেশে অনেকদিন ধরেই আধুনিকতা নামক বিষয়টি চর্চা হয়ে আসছে। এই অধুনিকতা কীসের আধুনিকতা, কোথা থেকে কেনো এসেছে এই আধুনিকতা... এসব না জেনেই এক ধরনের চর্চা হয়ে আসছে। এই বিষয়ের এরকম গুরুত্বপূর্ণ বই বাংলা ভাষায় লেখা হয়নি। কঠিন বিষয়কে সহজ করে সকলের বোধগম্য করে তুলে ধরেছেন লেখক। ‘আধুনিকতার ইতিহাস’ বইটি আমাদের দেশে চর্চা হওয়া আধুনিকতা এবং বিশ্ব রাজনীতিতে প্রয়োগ হওয়া আধুনিকতার খোলস উন্মোচন করে দিয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ বই পাঠের সুযোগ করে দেওয়ার জন্য সুজন প্রকাশনীকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪