বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতেখার ইকবাল বইটি সম্পাদনা করেন।
জার্মানভিত্তিক ফাউন্ডেশন ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুংয়ের সহযোগিতায় প্রথমা থেকে প্রকাশিত এ বইয়ে নবীন ও প্রবীণ প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ ও গবেষকদের লেখা প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেন, অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান, রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান প্রমুখ৷
অনুষ্ঠানে ড. কামাল হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, অন্যকে দেখিয়েছিলাম। এ স্বাধীনতার জন্য অনেক লোককে জীবন দিতে হয়েছে। কিন্তু আজকে দেশের যে অবস্থা তা দেখে কষ্ট পাই। এগুলো দেখিয়ে আমাদের শাস্তি দেওয়া হচ্ছে৷ কোনো রাজনৈতিক বক্তব্য আমি সাধারণত দিতে চাই না৷ কিন্তু, প্রশ্নের মাধ্যমে চলে আসে৷ এ বিশ্ববিদ্যালয়কে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে কাজ করতে হবে৷ অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সুনাম ছিলো, এখন এটির মান কমে গেছে৷ এ বিষয়ে সবার এগিয়ে আসা উচিত।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এসকেবি/ওএইচ/